ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আলহামদুলিল্লাহ লিখলেন ‍উপদেষ্টা আসিফ নজরুল

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৭:১৩:২৩
আলহামদুলিল্লাহ লিখলেন ‍উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তির বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন:“সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দুই দেশ একসাথে হামলার জবাব দেবে।

আলহামদুলিল্লাহ! আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই।”

সৌদি প্রেস এজেন্সি (SPA)-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদে সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এরপর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়:

এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে উভয় দেশের নিরাপত্তা জোরদার হবে।

অঞ্চল ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ প্রতিরোধ কাঠামো গড়ে তোলা হবে।

কোনো একটি দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।

এই চুক্তি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব, অভিন্ন কৌশলগত স্বার্থ, এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে।

বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, নিরাপত্তা, কৌশলগত অংশীদারিত্ব এবং অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে