ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ওবায়দুল কাদেরের তদবিরেও এবার রক্ষা পেলেন না সালমা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৩:২১:২০
ওবায়দুল কাদেরের তদবিরেও এবার রক্ষা পেলেন না সালমা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালমা আক্তার–এর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি, ভুয়া ভর্তি বাণিজ্য, সরকারি তহবিল আত্মসাৎ, গাছ বিক্রি, পুকুর লিজ এবং ব্যক্তিগত গরু পালনসহ একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে।

দীর্ঘ ৩১ মাস দায়িত্ব পালনকালে এই অধ্যক্ষের বিরুদ্ধে অন্তত ২২টি খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তদন্তে দেখা যায়, শুধু কাগজে-কলমেই প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা লুটপাটের প্রমাণ মিলেছে।

প্রাথমিকভাবে অভিযোগগুলোর তদন্তে গড়িমসি ও ধামাচাপার অভিযোগও রয়েছে। অভিযোগ আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুপারিশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তখন তদন্তের কার্যক্রম বন্ধ করে দেয়।

কী কী অভিযোগ রয়েছে সালমা আক্তারের বিরুদ্ধে?

➡️ দ্বাদশ শ্রেণিতে আসনের অতিরিক্ত ২৩৭ শিক্ষার্থী ভর্তি করে প্রায় ১ কোটি টাকা আদায়।

➡️ জুনিয়র শিক্ষকের ৫৯ হাজার টাকার সম্মানি আত্মসাৎ।

➡️ ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়।

➡️ নম্বরপত্রে জালিয়াতি।

➡️ সহকর্মীদের রাজনৈতিক পরিচয়ে হেনস্তা ও বিভাগীয় মামলা।

➡️ কলেজ কক্ষে গরু পালন।

➡️ বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রি।

➡️ কলেজ পুকুর ছাত্রলীগ নেতাদের নামে লিজ।

➡️ খেলাধুলা, রোভার্স, সাহিত্য, ম্যাগাজিন, আইটি, চিকিৎসা তহবিলসহ ২২টি খাত থেকে অর্থ আত্মসাৎ।

বর্তমানে সালমা আক্তার অবসরোত্তর ছুটিতে (PRL) রয়েছেন।

এই অভিযোগগুলো ২০২২ সালে উত্থাপন করেন কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (৩৪তম বিসিএস)।

অভিযোগ দেয়ার পরে উল্টো তাকে “শিবির ট্যাগ” দিয়ে বিভাগীয় মামলায় ফাঁসানো হয় এবং খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে বদলি করে হয়রানি করা হয়।

তৎকালীন শিক্ষা সচিব সোলেমান খানের কাছে প্রতিকার চাইলে আব্দুর রাজ্জাক চাকরি হারানোর হুমকিও পান, বলে অভিযোগ রয়েছে।

সরকার পরিবর্তনের পর নতুন শিক্ষা সচিব ও মাউশির মহাপরিচালক দুইজন কর্মকর্তাকে দিয়ে নতুন করে তদন্ত শুরু করেন। এতে সালমা আক্তারের দুর্নীতির বিস্তারিত তথ্য বেরিয়ে আসে।

সালমা আক্তারের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে