ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভোট দিয়ে যা বললেন এজিএস প্রার্থী মায়েদ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১১:৫৭:৩৫
ভোট দিয়ে যা বললেন এজিএস প্রার্থী মায়েদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোট দেন তিনি।

কেন্দ্র থেকে বের হয়ে গণমাধ্যমকেম তিনি বলেন, কেন্দ্রে প্রবেশ ও ভোটা দিয়ে বের হওয়া পর্যন্ত ২০ মিনিট সময় লেগেছে তার। ভেতরে ২০টির বেশি বুথ রয়েছে। বুথের সামনে তারর ১০-১২ মিনিট সময় লেগেছে। সব প্রার্থীকে যেহেতু তিনি চেনেন, তাই নিজের ভোট দিতে ৩-৪ মিনিট সময় লেগেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত নেই। স্বেচ্ছাসেবক ও এজেন্টরা যেভাবে কাজ করছেন, তাতে কারও পক্ষেই লাইন জ্যামিং করা সম্ভব নয়।

কেন্দ্রের ১০০ গজের মধ্যে লিফলেট বিতরণের বিষয়ে এই এজিএস প্রার্থী বলেন, আমি একাধিক প্যানেলকে দেখেছি তারা প্যানেল লিস্ট দিচ্ছে। আসলে প্রার্থীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে নিজের ব্যালট নম্বরটি মনে করিয়ে দেওয়া। শেষ প্রচেষ্টা এটা। আমি স্পেসেফিক কাউকে দোষারোপ করতে চাই না।

মায়েদ আরও বলেন, এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেটা যদি বজায় রাখা যায়, তাহলে ভালো ভোটের প্রত্যাশা করছি। কিন্তু ভোটের কখন কোন দিকে চলে যায়, সেটা বলা মুশকিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে