ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে কারাগারে কুড়িগ্রামের বিতর্কিত সাবেক ডিসি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৭:১৩:১০
অবশেষে কারাগারে কুড়িগ্রামের বিতর্কিত সাবেক ডিসি

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের আলোচিত সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

সকালে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হলে সাধারণ মানুষ ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। আদালত চত্বরে ভিড় করেন অনেকে।

রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান তার নিজ বাসা থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের শিকার হন। অভিযোগ রয়েছে, তখনকার ডিসি অফিসের আরডিসি, এনডিসি এবং এক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে চোখ বেঁধে তুলে এনে ক্রসফায়ারের হুমকি দেন এবং মারধর করেন।

এরপর তার বিরুদ্ধে অর্ধ বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার অভিযোগ তুলে এক রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কারামুক্ত হওয়ার পর আরিফুল ইসলাম এই ঘটনায় মামলা করেন, যা গত পাঁচ বছর ধরে চলছে। মামলার মূল আসামি ছিলেন তৎকালীন ডিসি সুলতানা পারভীন।

ঘটনার পর তাকে জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে পরিসংখ্যান ব্যুরোতে বদলি করা হয় এবং পরবর্তীতে ওএসডি করা হয়।

সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি অস্থায়ী জামিন পেলেও, মঙ্গলবার স্থায়ী জামিন চেয়ে আদালতে হাজির হন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে