ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিএনপিকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করল পুলিশ

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৭:০০:১৫
বিএনপিকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধন্যবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ শহরে সড়ক বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করলে যানজট ও জনদুর্ভোগ বেড়ে যায়। কিন্তু বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচি গ্রহণ করে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিএমপি মনে করে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৩ আগস্ট ডিএমপির আয়োজনে এক মতবিনিময় সভায় ৩২টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশগ্রহণ করেন। ওই সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনের সময় জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প উপায়ে আয়োজনের আহ্বান জানান।

ডিএমপি বিশ্বাস করে, বিএনপির এ উদ্ভাবনী কর্মসূচি কমিশনারের আহ্বানের প্রতিফলন এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে