ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

নগদ নিয়ে গভর্নরের চমকপ্রদ ঘোষণা

২০২৫ আগস্ট ২৮ ১০:৩৩:২৪
নগদ নিয়ে গভর্নরের চমকপ্রদ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবাখাতে (এমএফএস) প্রতিযোগিতা ও উদ্ভাবনী শক্তি বাড়াতে নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

গভর্নর বলেন,“ডাক বিভাগ নগদ পরিচালনা করার সক্ষমতা রাখে না। আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক এবং নগদে বিনিয়োগ করুক। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়ার আশা করছি।”

তিনি আরও জানান, নগদের মালিকানা কাঠামো পরিবর্তনের এই সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ড. মনসুর ক্যাশলেস অর্থনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,“প্রতিবছর নগদ টাকা ছাপানোর ব্যয় প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে, যা বর্তমানে বছরে প্রায় ২ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ডিজিটাল অর্থনীতিতে যাওয়া কঠিন হয়ে পড়বে।”

‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ ব্যাংক ও ফিনটেক খাতের শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সামিটের প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ ‘ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা : ফিনটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন,“চীন, ভারত এবং সুইডেনের ডিজিটাল রূপান্তরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে। প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা ভবিষ্যতের জন্য অপরিহার্য।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে