ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

আবারও কনফিডেন্স সিমেন্টের রাইট বাতিল

২০২৫ আগস্ট ২৮ ১০:১৩:০৯
আবারও কনফিডেন্স সিমেন্টের রাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ আবেদন করেছিল। প্রাথমিকভাবে ওই আবেদনটি বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীতে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার জন্য বিএসইসিকে চিঠি দিলেও, এবারও তা বাতিল করে দিয়েছে সংস্থাটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ চেয়েছিল রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে। তাদের প্রস্তাবিত রাইট ইস্যুর আবেদনটি বিএসইসি প্রথম দফায় বাতিল করে। এরপর গত ১৫ জুলাই, কোম্পানিটি ডিএসইর মাধ্যমে রাইট ইস্যুর আবেদনের পুনর্বিবেচনার অনুরোধ জমা দেয়।

তবে বিএসইসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এই আবেদন পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

এর ফলে কনফিডেন্স সিমেন্টের মূলধন সংগ্রহের প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা লাগল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে