ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর

২০২৫ আগস্ট ২৭ ১৭:১৬:৩৩
টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে, আর এই চাহিদা মেটাতে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে—বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি এ কথা বলেন রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক এক সংলাপে।

গভর্নর জানান, আর্থিক অন্তর্ভুক্তির জন্য স্মার্টফোন এখন অপরিহার্য। তিনি বলেন, “বিল পরিশোধ থেকে শুরু করে যেকোনো ডিজিটাল লেনদেন এখন স্মার্টফোননির্ভর।” এজন্য ৬-৭ হাজার টাকায় ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে কাজ চলছে। একইসঙ্গে তিনি ইন্টারনেট খরচ কমানো ও সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

দেশে এখনো কয়েক মিলিয়ন নতুন আবাসনের প্রয়োজন রয়েছে জানিয়ে গভর্নর বলেন, “মানুষ গ্রামে ফিরবে না—এটাই বাস্তবতা। তাই সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা গ্রহণ জরুরি।”

তিনি আরও জানান, ব্যাংকগুলোর হাতে থাকা অব্যবহৃত জমি ডেভেলপারদের সঙ্গে অংশীদারত্বে ব্যবহারের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে