ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

নিউইয়র্কে ঘটনায় নীরবতা ভাঙলেন প্রেস সচিব

২০২৫ আগস্ট ২৬ ১৩:০৯:০৯
নিউইয়র্কে ঘটনায় নীরবতা ভাঙলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশকালে তথ্য ও সম্প্রচারবিষয়ক প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছে আওয়ামী লীগের কিছু কর্মী ও সমর্থক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৫ আগস্ট) রাতে শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘটনার প্রতিক্রিয়া জানান।

শফিকুল আলম বলেন:“মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ বা প্রতিবাদ—এসব গণতন্ত্রের মূল ভিত্তি, যা যুক্তরাষ্ট্রের সংবিধানে সুরক্ষিত। তবে এই অধিকারগুলো দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে পালন করতে হয়।”

তিনি আরও বলেন:“যারা নিউইয়র্কে এমন আচরণ করেছে, তাদের মধ্যেই প্রতিফলিত হয়েছে কেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা বারবার সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং সহিংসতা ছড়িয়েছে।”

প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, প্রকাশ্যে ভয় দেখানো, হেনস্তা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয়।

“সহিংসতা কোনো প্রতিবাদের উপায় নয়। মতপ্রকাশের স্বাধীনতা মানে ভয় দেখানো নয়। গণতন্ত্র মানে বিশৃঙ্খলা নয়। শালীনভাবে প্রতিবাদ করতে শিখুন, শত্রুতার মাধ্যমে নয়।”

তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন:“মতপ্রকাশের এই অধিকার আমাদের প্রিয় শহীদদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। সুতরাং, এই অধিকারকে অপব্যবহার নয়, মর্যাদা দেওয়া উচিত।”

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ কনস্যুলেটের সামনে, যেখানে মাহফুজ আলম সরকারি কাজে যোগ দিতে যান। অভিযোগ রয়েছে, কিছু প্রবাসী আওয়ামী সমর্থক তার ওপর হেনস্তার চেষ্টা করেন, যদিও বড় ধরনের সংঘর্ষ হয়নি।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতির উত্তাপ এখন প্রবাসেও ছড়িয়ে পড়ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে