ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা

২০২৫ আগস্ট ২৫ ১৬:৫৩:২০
বাংলাদেশ ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদক: “মুহাম্মদ ইউনূস শুধু নোবেলজয়ী নন, তিনি একজন অত্যন্ত আনন্দময় ও সদয় মানুষ। ব্যক্তিগতভাবে আমি তাকে খুব কাছ থেকে চিনি এবং তিনি আমাকে বরাবরই অনুপ্রাণিত করেছেন।”— এভাবেই উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস মূল্যায়ন করলেন ড. ইউনূসকে, কেনিয়ার নাইরোবিতে উইকিম্যানিয়া সম্মেলনের ফাঁকে আরটিভি অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইউনূস যেভাবে টানাপড়েনের মধ্যে আছেন, তা দুঃখজনক হলেও আমি আশাবাদী—তার নেতৃত্বে বাংলাদেশ আরও শান্তিপূর্ণ ও সহনশীল ভবিষ্যতের দিকে এগোবে।”

জিমি ওয়েলস স্মরণ করেন তার পূর্ববর্তী ঢাকা সফরের অভিজ্ঞতা, যেখানে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি কয়েকজন বাংলা উইকিপিডিয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।তিনি বলেন, “আমার সফরটা ছিল সংক্ষিপ্ত হলেও খুব অর্থবহ। ড. ইউনূস আমাকে আবার আমন্ত্রণ জানিয়েছেন। তাই সম্ভাব্যভাবে আগামী গ্রীষ্মে আমি পরিবারসহ বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।”

উইকিপিডিয়া সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জিমি বলেন,“নতুন ব্যবহারকারীদের দিকে মনোযোগ দিন। যারা একবার এডিট করে চলে যান, তাদের স্বাগত জানান। আন্তরিক বার্তা পেলে মানুষ উইকিপিডিয়াকে অনেক মানবিকভাবে অনুভব করে।”

তিনি আরও বলেন, বাংলার মতো ভাষায় উইকিপিডিয়ার সম্ভাবনা অনেক। “ভাষাভাষীর সংখ্যা অনেক, কিন্তু উইকিপিডিয়ার দিক থেকে এখনো তুলনামূলকভাবে ছোট। তবে সম্প্রদায়ের সক্রিয়তা দেখে আমি আশাবাদী—এটি দ্রুত বড় কিছুতে পরিণত হবে।”

উইকিমিডিয়া বাংলাদেশের স্বীকৃত চ্যাপ্টার হিসেবে কার্যক্রম প্রসঙ্গে জিমি ওয়েলস বলেন,“চ্যাপ্টার থাকার মানেই হলো, উইকিপিডিয়াকে প্রতিনিধিত্ব করার একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম পাওয়া। মিডিয়া প্রায়ই ভুলভাবে আমাদের তুলে ধরে, তাই মিডিয়ার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করা জরুরি।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, জাদুঘর বা আর্কাইভের সঙ্গে অংশীদারিত্ব তৈরির ক্ষেত্রেও চ্যাপ্টার ভূমিকা রাখে, যেটা সাধারণ উইকিপিডিয়ানদের পক্ষে সম্ভব নয়।”

উইকিপিডিয়ার ২৫ বছরের পথচলায় ফিরে তাকিয়ে জিমি ওয়েলস বলেন,“আমরা এখন যেখানে দাঁড়িয়ে, তা দারুণ। তবে আমি আশাবাদী—আগামী ২৫ বছরে আমরা সত্যিকার অর্থেই প্রতিটি মানুষকে তার নিজ ভাষায় একটি মুক্ত বিশ্বকোষ উপহার দিতে পারব।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে