ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

ইলিশ কম পাওয়ার পেছনে যেসব কারণ দেখালেন মৎস্য উপদেষ্টা

২০২৫ আগস্ট ২৫ ১৫:৪৪:৪৫
ইলিশ কম পাওয়ার পেছনে যেসব কারণ দেখালেন মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইলিশ কম পাওয়ার পেছনে অবৈধ জাল ব্যবহার, জাটকা নিধন, নদীর নাব্যতা সংকট, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমকে দায়ী করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার বরিশাল ক্লাব মিলনায়তনে উপকূলীয় চারণভূমি সংকট নিয়ে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,“কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহারের ফলে ইলিশের উৎপাদন কমছে। এর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, উৎপাদন বাড়লে দামও কমবে।”

ইলিশের দাম নির্ধারণে বাজার ব্যবস্থাপনার ত্রুটি তুলে ধরে তিনি জানান, নদী থেকে বাজারে যাওয়ার পথে একাধিক হাত বদল হয়, যা রোধে সরকার পদক্ষেপ নিচ্ছে।

মহিষ চারণভূমি সংকুচিত হওয়ার বিষয়ে তিনি বলেন,“পরিকল্পনাহীন অবকাঠামো গড়ে উঠায় মহিষের মতো মূল্যবান প্রাণিসম্পদ ক্ষতির মুখে। সঠিক নীতিমালা থাকলে চারণভূমি রক্ষা করে মহিষ পালন বাড়ানো সম্ভব। এতে মাংস উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।”

কর্মশালায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা খামারি, গবেষক, পশুচিকিৎসক ও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে