ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

রূপালী ব্যাংকের সিঁড়ি থেকে শিক্ষিকার টাকা চুরি

২০২৫ আগস্ট ২৫ ১৮:০৭:৫৫
রূপালী ব্যাংকের সিঁড়ি থেকে শিক্ষিকার টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোল্লাহাটে রূপালী ব্যাংকের সিঁড়ি থেকে প্রকাশ্যে এক স্কুল শিক্ষিকার ৫৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপালী ব্যাংক লিমিটেডের মোল্লাহাট শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক রাজিয়া খাতুন, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি জানান, ব্যাংক থেকে বেতন ও ভাতার টাকা উত্তোলনের পরপরই কয়েকজন বোরখা পরিহিত নারী তাকে ঘিরে ধরে। এরপর কোনোভাবে অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করে তাকে দুর্বল করে তার ব্যাগ থেকে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

রাজিয়া খাতুন বলেন,“ব্যাংক থেকে টাকা নিয়ে নিচে নামতেই একদল নারী আমাকে ঘিরে ধরে। চোখ ঝাপসা হয়ে যায়, শরীর দুর্বল লাগছিল। কিছু বুঝে ওঠার আগেই দেখি টাকাগুলো নেই।"

তিনি অভিযোগ করেন, তাৎক্ষণিকভাবে ব্যাংক ম্যানেজারের কাছে গেলে তিনি বলেন, ‘বাইরের ঘটনায় ব্যাংক দায়ী নয়’, এবং স্থানীয় আত্মীয়দের সহায়তা নিতে বলেন। যদিও ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যান, তবে চুরির ঘটনার সময় ফুটেজে উপস্থিতদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বোরখা পরিহিত চক্রটি ব্যাংকের ভেতর থেকেই ভুক্তভোগীকে লক্ষ্য করছিল এবং পরিকল্পিতভাবেই তাকে ঘিরে ধরে চুরি করে পালিয়ে যায়। শিক্ষিকা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ ঘটনায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করছেন, ব্যাংকে নিরাপত্তার ঘাটতি এবং ঘটনার পরও কর্তৃপক্ষের গড়িমসি আচরণ চোরদের পালাতে সাহায্য করেছে।

শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর বসার সুমন বলেন—“শিক্ষিকা টাকা তুলে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে অভিযোগ করেন। ব্যাংকের বাইরের ঘটনার জন্য আমরা দায়ী নই। স্থানীয়দের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে