ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে যা বললেন রাশেদ খান

২০২৫ আগস্ট ২৫ ১৫:৫৩:২১
তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে যা বললেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারকে ‘ভুয়া মামলা’ বলে আখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার (২৫ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন,“তৌহিদ আফ্রিদিকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা নিছক একটি ভুয়া মামলা। যদি তার বিরুদ্ধে তেলবাজি বা দুর্নীতির অভিযোগ থাকে, তবে সেগুলোর ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হত্যা মামলায় গ্রেপ্তার অনুচিত।”

তিনি আরও লেখেন, “তৌহিদ আফ্রিদিদের আমি কোনো দিন পছন্দ করিনি। তারা তরুণদের আইডল হতে পারে না। কিন্তু ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করাটা আইনের শাসনের পরিপন্থী। যার বিরুদ্ধে যতটুকু অপরাধ, তার শাস্তি ততটুকুই হওয়া উচিত।”

রাশেদ খান প্রশ্ন তোলেন, “সরকারের ঘনিষ্ঠ ডামি এমপি-মন্ত্রীরা যাদের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার অভিযোগ রয়েছে, তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না? বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও জামিন পাচ্ছেন দ্রুত। এসব নিয়ে কথা বলায় আমি অনেকের বিরাগভাজন হয়েছি।”

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারে সমালোচনার পর যারা তাকে আক্রমণ করেছিলেন, তারাই এখন নতুন সরকার (ড. ইউনূস নেতৃত্বাধীন) ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে কঠোর সমালোচনা করছেন।

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সিআইডি-র একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে