ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

মিসড কলের নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ

২০২৫ আগস্ট ২৩ ১৩:১১:০৬
মিসড কলের নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করছে নতুন এক সুবিধা। এবার থেকে কেউ কল রিসিভ না করলে, কলার সঙ্গে সঙ্গেই ভয়েস মেসেজ পাঠাতে পারবেন—একদম কল স্ক্রিন থেকেই।

এই নতুন ফিচারটি অনেকটা ভয়েসমেইল এর মতো হলেও আলাদা কোনো ইনবক্সে নয়, বরং মেসেজটি সরাসরি সংশ্লিষ্ট চ্যাট থ্রেডেই যুক্ত হবে।

কল রিসিভ না হলে স্ক্রিনে দেখা যাবে – “Drop a Voice Message” অপশন। সেখানে ট্যাপ করলেই ব্যবহারকারী একটি ছোট ভয়েস ক্লিপ রেকর্ড করে সঙ্গে সঙ্গে পাঠাতে পারবেন। এতে প্রাপক যখনই চ্যাট দেখবেন, তখন মিসড কলের সঙ্গে সেই ভয়েস মেসেজটিও পেয়ে যাবেন।

এতে সময় যেমন বাঁচবে, তেমনই দ্রুত ও কার্যকর যোগাযোগ সম্ভব হবে, বিশেষ করে যখন প্রাপক হয়তো মিটিংয়ে বা ব্যস্ততায় কল রিসিভ করতে পারছেন না।

ফিচারটি বর্তমানে সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী পাচ্ছেন। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শিগগিরই বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাধারণ ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ আরও কয়েকটি নতুন ফিচার এনেছে—

ভিডিও কল ও স্ক্রিন শেয়ার

চ্যাট লক ও পাসকোড

চ্যানেল ফিচার

এসব ফিচার অ্যাপটিকে শুধু চ্যাটিংয়ের বাইরে গিয়ে একটি সম্পূর্ণ যোগাযোগমাধ্যমে পরিণত করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে