ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

রোহিঙ্গাদের জন্য বিশ্ব দরবারে ড. ইউনূসের কঠোর বার্তা

২০২৫ আগস্ট ২২ ১১:৩৫:৫২
রোহিঙ্গাদের জন্য বিশ্ব দরবারে ড. ইউনূসের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ গতকাল (শুক্রবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। টম অ্যান্ড্রুজ আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে অংশগ্রহণের জন্য ঢাকা সফর করছেন, যেখানে প্রধান উপদেষ্টা সম্মেলন উদ্বোধন করবেন।

সাক্ষাৎকালে অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে জীবিত রাখার জন্য বিশ্ব ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞ।

অ্যান্ড্রুজ জানান, ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশাল পরিসরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন।

এসময় ড. ইউনূস রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাপী অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং টম অ্যান্ড্রুজকে অনুদান বাড়ানোর জন্য কাজ করার আহ্বান জানান।

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গত ১৭ আগস্ট ঢাকায় থাকা কূটনীতিকদের ব্রিফ করেন এবং তাদেরকে এই সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, “এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে বিশ্ব থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ১০৬টি দেশ এই সম্মেলনকে সমর্থন প্রদান করেছে এবং যথেষ্ট আন্তর্জাতিক মনোযোগ ও সমর্থন রয়েছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে