ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

২০২৫ আগস্ট ২১ ১১:৪৬:০০
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: গাজা যুদ্ধাপরাধ মামলায় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার আইসিসির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, ট্রাম্প প্রশাসনের অনুমোদনে আইসিসির দুই বিচারক ও দুই আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

রুবিও বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং এটি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইনি অস্ত্রে পরিণত হয়েছে।”

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বছর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইউরোপের কয়েকটি দেশ এ পরোয়ানা কার্যকর করার প্রতিশ্রুতি দিলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই আইসিসির পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আইসিসি জানিয়েছে, এই পদক্ষেপ একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের ওপর সরাসরি আক্রমণ।আদালতের বিবৃতি অনুযায়ী, “যুদ্ধাপরাধের শিকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিসি কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে