ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ভারী বৃষ্টির দুঃসংবাদ দেশের পাঁচ বিভাগে

২০২৫ আগস্ট ২১ ০৬:৫৫:২২
ভারী বৃষ্টির দুঃসংবাদ দেশের পাঁচ বিভাগে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি মৌসুমী বায়ুর সঙ্গে মিশে গেছে। এর প্রভাবে দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২০ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত: রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত: খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশিরভাগ স্থানে এবং অন্যান্য বিভাগেও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত: দেশের সব বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত: খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ স্থানে এবং দেশের বাকি বিভাগগুলোতেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত: দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে