ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নিচ্ছে সরকার

২০২৫ আগস্ট ২০ ১৮:০৫:৫৭
বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি চিঠির প্রেক্ষিতে।

বিষয়টি নিশ্চিত করে এফআইডি সচিব নাজমা মোবারেক আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে টিবিএসকে বলেন, "বাংলাদেশ ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আজকেই বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।"

তিনি আরও জানান, "শাহীনুল ইসলামের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"

শাহীনুল ইসলামের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রদর্শনসহ নানা অভিযোগ ওঠার পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। তবে এই নির্দেশনার পরও তিনি আজ বুধবার (২০ আগস্ট) যথারীতি অফিসে উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিএফআইইউ প্রধানকে নিয়োগ দেয় সরকার। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একমাত্র অধিকার সরকারের, যা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে কার্যকর করা হয়।

কর্মকর্তারা আরও জানান, যে আইনের মাধ্যমে বিএফআইইউ প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই আইনে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কোনো বিধান নেই। সরকার চাইলে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), বরখাস্ত বা চাকরিচ্যুত করতে পারে। বাংলাদেশ ব্যাংক বা গভর্নর সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারেন না; তারা কেবল সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে