ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল যা জানা গেল

২০২৫ আগস্ট ১৭ ১১:১৮:৫৮
স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন সাইফুল ইসলাম (৪৫)। ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দেওয়ার পর ১০ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে তিনি দুধ দিয়ে গোসল করেছেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুলের বাড়ি গোপালগঞ্জে হলেও তার স্ত্রী রোজিনা বেগমের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তাদের সংসার ছিল ১২ বছরের। তবে সাইফুলের দাবি অনুযায়ী, এ সময়ের মধ্যে তিনি ও তার ছেলে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন।

সাইফুল জানান,“প্রায় ৮ মাস আগে স্ত্রীর চাপে মা-বাবার বাসা থেকে আলাদা হয়ে যাই। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। তাই এই সম্পর্কের ইতি টেনে তালাক দিয়েছি। এতদিনের কষ্ট থেকে মুক্তির আনন্দেই আমি ও আমার ছেলে দুধ দিয়ে গোসল করেছি।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে রোজিনা বেগম কোনো মন্তব্য করতে রাজি হননি।

এটি একটি সামাজিক ও ব্যক্তিগত বিষয়ে জনসচেতনতা তৈরির সংবাদ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কাউকে আঘাত না করে তথ্য তুলে ধরা জরুরি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে