ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

২০২৫ আগস্ট ১৪ ১৬:৩৫:১৪
‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক: ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার ভোটার তালিকা থেকে মৃত হিসেবে বাদ পড়া সাতজন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চা পান করলেন। বিষয়টি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, এই ভোটারদের সঙ্গে আলাপচারিতা ও চা বিতরণ করছেন রাহুল।

ঘটনাটি ঘটে বিহার নির্বাচন ঘিরে এক নতুন বিতর্কের প্রেক্ষাপটে, যেখানে নির্বাচনী তালিকায় প্রকৃত জীবিত ভোটারদের "মৃত" ঘোষণা করে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

‘নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেলেছে?’—রাহুলের ব্যঙ্গাত্মক প্রশ্ন

ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী বলেন,“শুনেছি, আপনারা আর বেঁচে নেই।”

জবাবে একজন বলেন, “ভোটার তালিকা দেখে বুঝেছি, আমাদের মৃত ঘোষণা করা হয়েছে।”রাহুল ব্যঙ্গ করে বলেন,“নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেলেছে?”

এরপর দেখানো হয় এক ব্যক্তির ভোটার আইডি কার্ড, যেখানে পরিষ্কারভাবে তার পরিচয় ও তথ্য থাকলেও, তাকেও মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

‘৫০ জনের বেশি মানুষকে মৃত দেখানো হয়েছে’ভুক্তভোগীদের একজন বলেন, একটি মাত্র পঞ্চায়েত এলাকায় কমপক্ষে ৫০ জনকে এমনভাবে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। অন্যরা জানান, তারা বিভিন্ন বুথের ভোটার এবং এরকম ঘটনা আরও অনেকের ক্ষেত্রেই ঘটেছে।

এক নারী ভোটার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কর্মীরা তার বাড়িতে এসেছিলেন, আধার কার্ড ও ব্যাংক ডকুমেন্ট নিয়েছেন, নিশ্চিতও হয়েছেন—but তারপরও তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।

ভোটারদের দাবি, আরজেডি নেতা তেজস্বী যাদবকে হারানোর জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়েছে।রাহুল গান্ধী বলেন,“আরজেডি ও কংগ্রেস মিলে এটা বন্ধ করব। ভোট চুরি হতে দেব না।”

পরে ভিডিওটি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,“জীবনে কখনো ‘মৃত’ মানুষের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি। এই অভিজ্ঞতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।”

গত ৭ আগস্ট, রাহুল গান্ধী এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে কমিশন রাহুলের কাছে প্রমাণ চেয়েছে এবং দাবি করেছে, অভিযোগ প্রমাণ করতে না পারলে তাকে ক্ষমা চাইতে হবে।

এছাড়া কর্ণাটকের মুখ্য নির্বাচন কর্মকর্তা (সিইও) রবিবার রাহুলের কাছে অভিযোগ সম্পর্কিত নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে