ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

অবশেষে ফারুককে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

২০২৫ আগস্ট ১৩ ১৬:০২:৩৫
অবশেষে ফারুককে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পান সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। কিন্তু মাত্র ৯ মাসের মাথায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির এক টকশোতে এ বিষয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ফারুক আহমেদের মনোযোগ ক্রিকেট উন্নয়নের চেয়ে বিসিবি নির্বাচনে জয়ী হওয়ার পরিকল্পনায় বেশি ছিল। এছাড়া, বিপিএলের সময়কার অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তার অপসারণে বড় ভূমিকা রেখেছে।

আসিফ মাহমুদ বলেন, বোর্ডের ৯ পরিচালক মধ্যে ৮ জনই মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন যে, ফারুক গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন না। রাজশাহী ও চট্টগ্রামের দল পরিচালনায় ব্যর্থতা, বিদেশি খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকসহ বেশ কিছু ইস্যুতে বোর্ড ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

বিপিএল-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় এনএসসির কোটায় দেওয়া ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে। তার পরিবর্তে নতুন একজনকে বিসিবি সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে