ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

দেশবাসীর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন চুন্নু!

২০২৫ আগস্ট ০৯ ১৫:১৫:২৪
দেশবাসীর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন চুন্নু!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তারা কোনো বেআইনি কাজ করেননি। তবে নৈতিক কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকলে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

চুন্নুর বক্তব্য:“আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। তবে নৈতিকভাবে যদি কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিল থেকে আমরা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই।”

তিনি আরও বলেন, “গত চার বছর মহাসচিব হিসেবে কাজ করার সময় আমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। দয়া করে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

চুন্নু জানান, তারা বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিয়ে সমালোচনার শিকার হয়েছেন। কেউ কেউ জাতীয় পার্টিকে ‘স্বৈরাচার সহযোগী’ বলেও আখ্যায়িত করেছেন। তবে তাদের দল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং তারা একটি আধুনিক গণতন্ত্রমনা দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায়।

তিনি বলেন, “সব নিয়ম-কানুন মেনে আমরা রাজনীতি করতে চাই। এজন্য দেশের সব রাজনৈতিক দল ও সরকারের সহযোগিতা চাই।”

জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার

মহাসচিব শেখ শহীদুল ইসলাম

কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ

এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কাউন্সিলররা অনুষ্ঠানে অংশ নেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে