ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দাঁড়িয়ে ছিলেন সোলেমান, হঠাৎই যা হলো!

২০২৫ আগস্ট ০৮ ১০:৫৪:৩০
দাঁড়িয়ে ছিলেন সোলেমান, হঠাৎই যা হলো!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান (২৫) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লালবাগ থানার ৩ নম্বর জগন্নাথ শাহ লেনের একটি ভবনের তৃতীয় তলার ছাদে বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন সোলেমান। রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে হঠাৎ করে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোলেমান অনার্সে অধ্যয়নরত ছিলেন এবং পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

ওই বাসার মালিক মাইনুদ্দিন বলেন, “সোলেমান আমার ছেলের শৈশবের বন্ধু। রাতে রেস্টুরেন্ট থেকে ডিউটি শেষে সে আমাদের বাসায় আসে। এরপর তারা ছাদে গল্প করছিল। তখন সোলেমান জানায়, তার শরীরটা দুর্বল লাগছে। আমার ছেলে তখন তাকে বাড়ি চলে যেতে বললে, সোলেমান সম্মতি দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখি সে রেলিংয়ের পাশ থেকে নিচে পড়ে গেছে।”

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে