ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০২৫ আগস্ট ০৯ ১১:২০:৫৯
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের দীর্ঘ দিনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে। শুক্রবার (৮ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।

মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজতর করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসার জন্য আবেদন চাপ কমাবে।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফসল হিসেবে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য এমইভি সুবিধা চালু করা হয়েছে বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

গত মে মাসে মালয়েশিয়া সফরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর ফলস্বরূপ ১০ জুলাই এমইভি চালু সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

বর্তমানে মালয়েশিয়া ১৫ টি দেশ থেকে শ্রমিক নেয়, তবে এর আগে বাংলাদেশি শ্রমিকদের জন্য শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসার সুবিধা ছিল, যা যাতায়াত ও কর্মসংস্থানে সীমাবদ্ধতা সৃষ্টি করতো। মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে এখন বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার মালয়েশিয়া যাতায়াত করতে পারবেন, যা তাদের ভ্রমণ ও কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে