ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাবিতে উমামার দাবিতে আগুন বিতর্ক

২০২৫ আগস্ট ০৯ ১০:৪২:১৩
ঢাবিতে উমামার দাবিতে আগুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতির চিরচেনা দৃশ্য এবার নয়া মোড় নিয়েছে এক নারীর রহস্যময় পদক্ষেপে। কবি সুফিয়া কামাল হলে বামপন্থি ছাড়া সব ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে দেওয়া এক দরখাস্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দরখাস্তটি দিয়েছেন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমা।

গত ৯ আগস্ট, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর জমা দেওয়া দরখাস্তে উমামা উল্লেখ করেন— গত বছরের ১৭ জুলাই একটি সম্মিলিত আন্দোলনের মাধ্যমে হল প্রশাসনের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, যে সুফিয়া কামাল হলে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ও বাগছাস—সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকবে।

তিনি দাবি করেন, এক বছর ধরে সেই চুক্তি বলবৎ ছিল, তবে সম্প্রতি কিছু সংগঠন গোপনে আবার রাজনীতি চালাতে শুরু করেছে। সর্বশেষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলে সাত সদস্যবিশিষ্ট একটি হল কমিটি ঘোষণা করায় তার প্রতিবাদ জানিয়ে তিনি এই আবেদন করেন।

উমামা লিখেছেন, “তাদের এই কার্যকলাপ সেই চুক্তিকে ভঙ্গ করে, যা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রতারণা।” চারটি সংগঠনের নাম উল্লেখ করে তিনি তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

দরখাস্তে যেখানে ডানপন্থি বা কেন্দ্রীয় ছাত্রসংগঠনের নাম স্পষ্ট করে বলা হয়েছে, সেখানে বামপন্থিদের কার্যক্রম নিয়ে কোনো বক্তব্যই দেননি উমামা ফাতেমা। অথচ ঢাবির বিভিন্ন হলে বাম ছাত্রসংগঠনগুলোরও সক্রিয় উপস্থিতি ও কমিটি রয়েছে।

দরখাস্ত ঘিরে অনলাইনে বিতর্ক ছড়িয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হামজা মাহবুব বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে লিখেছেন, “উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কিছুই চান না। এটা কেমন কথা? হিপোক্রেসি এট ইট’স পিক!”

শুক্রবার রাতে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রোকেয়া হলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টায় হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বাইরে এসে বিক্ষোভে অংশ নেয়। ধীরে ধীরে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা বেরিয়ে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন।

ঘটনার তীব্রতা বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান গভীর রাতে ভিসি চত্বরে জড়ো হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দেন:“হল পর্যায়ে ছাত্ররাজনীতির বিষয়ে ২০২৪ সালের ১৭ জুলাই প্রভোস্ট কমিটির নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে। প্রকাশ্য ও গুপ্ত—সব ধরনের রাজনীতি হলে নিষিদ্ধ থাকবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে