ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

১, ২, ৩, ৪… স্লোগান নিয়ে ফুঁসে উঠলেন রাশেদ খান

২০২৫ আগস্ট ০৯ ১৪:৫৭:৩৪
১, ২, ৩, ৪… স্লোগান নিয়ে ফুঁসে উঠলেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক ছাত্ররাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এক সময় ছাত্রলীগ করত, তারা এখন কোথায়? রাজনীতির গুণগত পরিবর্তন ও ছাত্ররাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না তুলে যারা স্লোগান দিচ্ছে ‘১, ২, ৩, ৪, পু*কি মার’, তারা কি আদৌ সাধারণ শিক্ষার্থী?"

শনিবার (৯ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে রাশেদ এই মন্তব্য করেন। তিনি বলেন, "আমি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলাম। সাধারণ শিক্ষার্থীরা এমন ভাষা ব্যবহার করে না। এটি একটি পরিকল্পিত উসকানি।"

অন্যদিকে, ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমা কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর এক দরখাস্ত দিয়ে বামপন্থি ছাড়া অন্য সব রাজনৈতিক সংগঠনের হলভিত্তিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তার দাবি, গত বছর প্রশাসনের সঙ্গে হওয়া এক চুক্তি অনুযায়ী হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকার কথা থাকলেও, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সম্প্রতি হলে কমিটি গঠন করেছে, যা ওই চুক্তির লঙ্ঘন।

দরখাস্তে চারটি সংগঠনের নাম উল্লেখ করে তাদের নিষিদ্ধের দাবি করলেও, বাম সংগঠনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেননি উমামা। অথচ হলগুলোতে বাম সংগঠনগুলোরও উপস্থিতি রয়েছে।

ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোকেয়া হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান পরে ঘোষণা দেন, সব হলে প্রকাশ্য ও গোপন রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ২০২৪ সালের ১৭ জুলাইয়ের প্রভোস্ট সিদ্ধান্ত বলবৎ থাকবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে