ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্র সফর নিয়ে মুখ খুললেন শাকিব খান

২০২৫ আগস্ট ০৯ ১০:৫৩:২৫
যুক্তরাষ্ট্র সফর নিয়ে মুখ খুললেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সিনেমা দুটির সাফল্যের পর বিশ্রামে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রায় এক মাস ধরে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তার এই সফর নিয়ে ভক্তদের মাঝে ছিল নানা জল্পনা—অনেকে ভেবেছিলেন, নতুন কোনো প্রজেক্টের খাতিরেই বিদেশে পাড়ি দিয়েছেন শাকিব, হয়তো হলিউডেও কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

প্রথমদিকে অবশ্য বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বার্তা মেলেনি। উল্টো তাকে দেখা গেছে ব্যক্তিগত সময় কাটাতে, বিশেষ করে প্রাক্তন স্ত্রী বুবলী এবং পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরতে। এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন নায়ক শাকিব খান—ব্যক্তিজীবন এবং ক্যারিয়ার, দুটোই।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া ছবিতে দেখা যায়, বুবলী ও শেহজাদকে সঙ্গে নিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভক্তরা ভেবেছিলেন এটি নিছক একটি পারিবারিক সফর। তবে শাকিব নিজেই জানিয়ে দিলেন—এই সফরের পেছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা।

গত শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি স্টোরি পোস্ট করেন শাকিব খান। সেখানে তিনি লেখেন:“বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।”

আরও লেখেন:“খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকবে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।”

শাকিবের এই বার্তায় অনেকটাই স্পষ্ট যে, তিনি নতুন কোনো বিশেষ প্রজেক্ট বা সিনেমা নিয়ে কাজ করছেন, যা তার ক্যারিয়ারের জন্য হতে পারে একটি নতুন মাইলফলক।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে শাকিব দেশে ফিরবেন। এরপর সেপ্টেম্বর থেকে শুরু করবেন নতুন সিনেমার শুটিং, যেটির পরিচালক বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। সম্ভাব্য মুক্তির সময় ধরা হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে