ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

৫০ টাকার কম দামের শেয়ারে পতনের ঝড়

২০২৫ আগস্ট ০৯ ১৪:২১:৪৭
৫০ টাকার কম দামের শেয়ারে পতনের ঝড়

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৩-০৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০ টাকার কম দামের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ স্পষ্টভাবে বেড়েছে। বাজারে এসব শেয়ারে বিক্রির চাপ বেশি থাকায় দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।

স্টকনাও-এর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টিই ছিল ৫০ টাকার কম দামের। এটি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত।

যে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ৫০ টাকার নিচে থেকে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে, সেগুলো হলো—আইসিবি থার্ড এনআরবি, আইসিবি অগ্রণী-১, তুংহাই টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, স্ট্যান্ডার্ড ব্যাংক, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী-১, ফার কেমিক্যাল, আইসিবি সেকেন্ড মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক, এইচআর টেক্সটাইল, তিতাস গ্যাস, ইউনিয়ন কেপিট্যাল, প্রিমিয়ার ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, আনলিমা ইয়ার্ন, রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ইসলামী লাইফ, সাউথবাংলা ব্যাংক, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সী পার্ল রিসোর্ট, ইন্টারন্যাশনাল লিজিং এবং ইসলামিক ফাইন্যান্স।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল ও শক্তিশালী আর্থিক ভিত্তি সম্পন্ন উচ্চমূল্যের শেয়ারের দিকে ঝুঁকছেন। এর পেছনে কারণ হলো কম ঝুঁকি এবং ডিভিডেন্ড প্রত্যাশা। অন্যদিকে স্বল্পমূল্যের শেয়ারগুলোতে ক্রয়চাপ না থাকায় এগুলোর দাম কমেছে।

বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে থাকা বেশিরভাগ কোম্পানি ছিল ৫০ টাকার বেশি দামের শেয়ার, যেগুলো বিনিয়োগকারীদের কাছে বেশি স্থিতিশীল বলে বিবেচিত। পাশাপাশি কিছু স্বল্প মূলধনী কোম্পানিও দীর্ঘদিন পর বৃদ্ধির তালিকায় ফিরেছে। বাজারে গুঞ্জন রয়েছে, এসব কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধির পরিকল্পনার খবর দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে