ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নাম পরিবর্তনের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৭ ১৫:১৮:০৭
নাম পরিবর্তনের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড তাদের কোম্পানির নাম পরিবর্তনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর অনুমোদন পেয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে কোম্পানিটি তাদের আইনি কাঠামোতে একটি পরিবর্তন আনছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। এই অনুমোদনের ফলে, আগামীকাল ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।

এখন থেকে কোম্পানিটির পুরো নাম 'স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড' এর পরিবর্তে হবে 'স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি'। 'লিমিটেড' এর পরিবর্তে 'পিএলসি' (পাবলিক লিমিটেড কোম্পানি) ব্যবহার করার মাধ্যমে কোম্পানিটি পরিবর্তিত কোম্পানি আইন এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার প্রতিফলন ঘটাচ্ছে।

তবে ডিএসই নিশ্চিত করেছে যে, শুধুমাত্র নাম ছাড়া কোম্পানিটির অন্য কোনো তথ্যে পরিবর্তন আসবে না। অর্থাৎ, কোম্পানিটির ট্রেডিং কোড, ফেস ভ্যালু, মার্কেট ক্যাটাগরি, এবং অন্যান্য মৌলিক তথ্য অপরিবর্তিত থাকবে। এর ফলে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের লেনদেনের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে