ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

বিবিসিকে যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম 

২০২৫ আগস্ট ০৮ ১৫:৫৬:১০
বিবিসিকে যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম 

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। ভারতের কলকাতার লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় গড়ে তোলা হয়েছে দলের অঘোষিত ‘পার্টি অফিস’। ওই ভবনের একটি ছোট অফিসঘর থেকেই বর্তমানে চালানো হচ্ছে সংগঠনের মূল কার্যক্রম।

সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই গোপন পার্টি অফিসের বিস্তারিত, সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতে আশ্রয় নেওয়া নেতাদের অর্থায়নের উৎস। সেই প্রতিবেদনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেইনের অবস্থান ও বক্তব্যও স্থান পেয়েছে।

সাদ্দাম হোসেইন জানান, তিনি প্রায় এক বছর ধরে ভারতে রয়েছেন এবং দীর্ঘ সময় ক্যাম্পাসে যেতে না পারার কষ্ট তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। যদিও তার ভাষায়, ‘এক বছর ধরে ক্যাম্পাস মিস করি। তবে দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না।’

তিনি বলেন, হাজার হাজার ছাত্রলীগকর্মী বর্তমানে ক্লাস ও পরীক্ষা দিতে পারছেন না, এমনকি সার্টিফিকেটও পাচ্ছেন না—শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে। এটি শুধু ছাত্রলীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটছে। বহু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও দিতে পারেনি, কারণ তারা আওয়ামী লীগ ঘরানার পরিবারের সদস্য।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিতে শুরু করেন। এখন তারা কেউ পরিবার নিয়ে, কেউবা সহকর্মীদের সঙ্গে মিলে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন। ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক শীর্ষ নেতাও বর্তমানে ভারতে রয়েছেন এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অনলাইন লাইভ ইভেন্টসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতারা তাদের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়াও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও নিয়মিত বৈঠকে অংশ নিচ্ছেন ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেইন ছাড়াও ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বহু নেতা। তাদের মতে, যেহেতু শেখ হাসিনা ও দলীয় হাইকমান্ড ভারতে অবস্থান করছেন, তাই এখান থেকেই সব রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিবিসির তথ্য অনুযায়ী, ভারতে আশ্রয় নেওয়া অধিকাংশ নেতা কলকাতা ও এর আশেপাশের এলাকাতেই রয়েছেন। কেউ পরিবারসহ ফ্ল্যাটে থাকছেন, আবার কেউ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে বসবাস করছেন। এই গোষ্ঠীকেন্দ্রিক ভার্চুয়াল রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি বলেও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে