ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

তথ্যপ্রযুক্তি খাতে ক্যাশ ফ্লো বেড়েছে ৫ কোম্পানির

২০২৫ আগস্ট ০৮ ১৪:৫১:২৭
তথ্যপ্রযুক্তি খাতে ক্যাশ ফ্লো বেড়েছে ৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে জুলাই’২৪-মার্চ’২৫) নয় মাসে কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে ৫টি কোম্পানির। বিপরীতে কমেছে ৫টি কোম্পানির এবং একটি কোম্পানি ক্যাশ ফ্লো প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ক্যাশ ফ্লো বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজিস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস,জেনেক্স ইনফোসিস ও আইটি কনসালটেন্টস।

আমরা টেকনোলজিস

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৫৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৭৭ পয়সা।

এডিএন টেলিকম

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৮২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৯৫ পয়সা।

অগ্নি সিস্টেমস

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১১ পয়সা।

জেনেক্স ইনফোসিস

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ০৯ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৪ পয়সা।

আইটি কনসালটেন্টস

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৩ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৬ পয়সা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে