ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

৭ বছরে ৪৩ প্রস্তাব—অবশেষে স্বপ্নপূরণ লিউকের

২০২৫ আগস্ট ০৮ ১১:২২:০৫
৭ বছরে ৪৩ প্রস্তাব—অবশেষে স্বপ্নপূরণ লিউকের

নিজস্ব প্রতিবেদক : সাত বছর ধরে এক প্রেমিক টানা ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নারীকে, যিনি তিন সন্তানের জননী। অবশেষে প্রেমে রাজি হয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন সেই নারী। তাদের বিয়ে হয়েছে ক্যারিবিয়ান দ্বীপ জামাইকায় এক জমকালো ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর মাধ্যমে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা এবং ট্যাটুশিল্পী লিউক। পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ সারা অতীতে সম্পর্কের ভাঙন সামলে জীবনে নতুন করে গুছিয়ে উঠছিলেন। তাই শুরুতে লিউকের বিয়ের প্রস্তাবে রাজি হননি তিনি।

সম্পর্কের মাত্র ছয় মাস পার হতেই লিউক প্রথম প্রস্তাব দেন সারাকে। এরপর প্রতি বছর কখনো প্রাগের প্রাসাদে ক্যান্ডেললাইট ডিনার, কখনো আবার জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়িয়ে প্রেম নিবেদন করতে থাকেন তিনি। প্রতিবারই সারা সুন্দরভাবে না করে দিতেন।

তবে লিউকের ধৈর্য শেষ হয়নি। ২০২৩ সালে লন্ডনের গ্রিনিচে ঘোরার সময় এক পা মুড়ে আবেগভরা কণ্ঠে লিউক বলেন,“এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আর তুমি আমার জীবনের কেন্দ্রবিন্দু। আমি চাই তুমি আমাকে বিয়ে করো।”

এবার আর না করতে পারেননি সারা। রাজি হয়ে যান বহু প্রত্যাখ্যানের পর অবশেষে।চলতি বছরের মে মাসে তাদের বিয়ে সম্পন্ন হয়। জায়গা হিসেবে বেছে নেন রোমান্টিক গন্তব্য জামাইকার সমুদ্রসৈকত।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে