ঢাকা, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
Sharenews24

‘গুন্ডাকে ছাড় দিলে সে দখল করে নেয়’

২০২৫ আগস্ট ০৮ ১৫:১৭:২৮
‘গুন্ডাকে ছাড় দিলে সে দখল করে নেয়’

নিজস্ব প্রতিবেদক : ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং। বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ ট্রাম্পকে কটাক্ষ করে লেখেন:“গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে।”

সু ফেইহং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর একটি বক্তব্যও শেয়ার করেন, যেখানে বলা হয়:“শুল্ককে অন্য দেশকে দমনের অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদ এবং ডব্লিউটিও নীতিমালার লঙ্ঘন। এটা অজনপ্রিয় এবং টেকসই নয়।”

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের শুরুতে ভারত ছিল একটি সম্ভাব্য বাণিজ্য অংশীদার। কিন্তু ভারতের পক্ষ থেকে মার্কিন কোম্পানির জন্য কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত না করা এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় আলোচনায় অগ্রগতি হয়নি।

এর জেরেই ট্রাম্প প্রথমে ২৫% ও পরে আরও ২৫% শুল্ক আরোপ করেন ভারতের রপ্তানি পণ্যে।প্রথম ধাপের ২৫% শুল্ক ইতিমধ্যে কার্যকর, দ্বিতীয় ধাপ ২৭ আগস্ট থেকে কার্যকর হবে ।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভারত ছাড়াও চীনের দিকেও নজর রয়েছে। তিনি বলেন:“চীনও থাকতে পারে... আমি জানি না... আমরা আরও কিছু দেশকেও এই তালিকায় আনতে পারি।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর (ভারত, চীন, তুরস্ক) ওপর ‘পরোক্ষ শুল্ক’ আরোপের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা চলতি বছরের শুরুতে এমন পর্যায়ে পৌঁছায় যে:যুক্তরাষ্ট্র: চীনা পণ্যে ১৪৫% শুল্ক বসায়, চীন: পাল্টা জবাবে ১২৫% শুল্ক আরোপ করে ।

বছরের শেষে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। একই সময় সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সম্মেলনে চীনে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে