ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

ভূমিকম্পে কাঁপলো নিউইয়র্ক সিটি

২০২৫ আগস্ট ০৩ ১৩:৪৬:২৫
ভূমিকম্পে কাঁপলো নিউইয়র্ক সিটি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উত্তরাঞ্চলে ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। এই কম্পন নিউইয়র্ক সিটির বেশ কিছু এলাকাতেও অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এর কেন্দ্রস্থল ছিল নিউ জার্সির হাসব্রুক হাইটস শহরে, যা নিউ ইয়র্ক শহরের একটি যাত্রী উপশহর। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের প্রায় ৬ মাইল (প্রায় ১০ কিলোমিটার) গভীরে ছিল।

যদিও এটি তুলনামূলকভাবে ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প, তবে ম্যানহাটান ও ব্রঙ্কস সহ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে।

নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ ও তদন্ত করছে।

তবে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। জরুরি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই ভূমিকম্পটি এমন এক সময় ঘটলো, যার কয়েক দিন আগে ৩০ জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সেই গভীর সমুদ্রের ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা ও সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয় প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে। একই সঙ্গে ওই অঞ্চলের একাধিক আগ্নেয়গিরি জেগে ওঠে—এর মধ্যে একটি ৫০০ বছরেরও বেশি সময় ধরে নিস্ক্রিয় ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে