ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

সবার আগে প্রার্থী হয়ে এলেন উমামা ফাতেমা

২০২৫ জুলাই ৩১ ১১:৪১:৩৪
সবার আগে প্রার্থী হয়ে এলেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেতা উমামা ফাতেমা। বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

উমামা ফাতেমা বর্তমানে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের পরিবর্তন আনতে হলে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি সংগঠিত ও বৈধ ছাত্র সংসদ প্রয়োজন। আমি সেই লক্ষ্যেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, ১ম বর্ষে থাকাকালীন ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন এবং সেখান থেকেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।

ডাকসু নির্বাচনে এমন একটি স্বতন্ত্র প্যানেল গঠনেরও ঘোষণা দেন তিনি, যেখানে থাকবে শিক্ষার্থীবান্ধব, গবেষণাভিত্তিক ও দূরদর্শী চিন্তাধারার প্রতিনিধিত্বকারী মুখ। তিনি বলেন, “আমরা এমন একটি নেতৃত্ব দিতে চাই, যারা কোনো পক্ষ দ্বারা প্রভাবিত হবে না এবং কেবল নেতা তৈরির কারখানায় পরিণত হবে না বিশ্ববিদ্যালয়।”

প্যানেলে যোগদানের আহ্বান জানিয়ে তিনি লেখেন:“যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার এবং সুষ্ঠু শিক্ষা নিশ্চিত করতে চান, তাদের আমাদের প্যানেলে আহ্বান করছি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে