ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

ভূমি কর্মকর্তাদের জন্য আসছে বড় পরিবর্তন

২০২৫ জুলাই ৩১ ১৮:৪১:৫৬
ভূমি কর্মকর্তাদের জন্য আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদবি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইউনিয়ন ও মহানগর পর্যায়ের ভূমি কর্মকর্তাদের বিদ্যমান দুটি পদের নাম পরিবর্তনের জন্য নতুন প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

সংশ্লিষ্ট প্রস্তাবে ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ এবং ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ এই দুটি পদের নাম যথাক্রমে ‘ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ভূমি উপসহকারী কর্মকর্তা’ করার সুপারিশ করা হয়েছে।

গত রবিবার (২৭ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে প্রস্তাবটি পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেখানে বলা হয়, "ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা" পদদ্বয়ের নাম পরিবর্তন করে যথাক্রমে "ভূমি সহকারী কর্মকর্তা" এবং "ভূমি উপসহকারী কর্মকর্তা" হিসেবে সংশোধন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পদবি সরলীকরণ এবং আধুনিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে নতুন নামেই কর্মকর্তাদের পদবি ব্যবহার শুরু হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে