ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি

২০২৫ জুলাই ৩১ ২২:২০:৪৩
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

ফোরামের সদস্য সচিব ও সাবেক সচিব কাজী মেরাজ হোসেন বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এই প্রস্তাব তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তা—হোক তিনি সাবেক আমলা বা দেশি/বিদেশি বেসরকারি ব্যক্তি—তাদের নিয়োগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাতিল বলে গণ্য হবে। সেইসঙ্গে এসব ব্যক্তি পরবর্তী পাঁচ বছর রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ পাওয়ার অযোগ্য বিবেচিত হবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল প্রত্যাশা করছে, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। এ লক্ষ্যে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি, যাতে তাদের ওপর কোনো ধরনের প্রভাব বা প্রশ্ন না ওঠে।

ফোরামের প্রস্তাবসমূহ নিম্নরূপ:

১. অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আগামী পাঁচ বছর জাতীয় কিংবা স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং রাষ্ট্রের কোনো লাভজনক পদেও নিয়োগযোগ্য হবেন না (যেমন: মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার অন্য পদ)।

২. অন্তর্বর্তী সরকারের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার নিয়োগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং তারা পরবর্তী পাঁচ বছর রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

৩. উপরোক্ত প্রস্তাবসমূহের আলোকে একটি অধ্যাদেশ অবিলম্বে জারি করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ, প্রশ্নাতীত ও সর্বজনগ্রাহ্য করতে হবে, যাতে দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহলে নির্বাচনকে ঘিরে আস্থা তৈরি হয়।

ফোরাম মনে করে, এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট পরিবেশ আরও গ্রহণযোগ্য ও স্বচ্ছ হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে