ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

'বেশ বেশ সাবাস বাংলাদেশ' গানের সৃষ্টি ও নিষেধাজ্ঞার পেছনের গল্প

২০২৫ জুলাই ২৬ ১৪:০৫:৪৮
'বেশ বেশ সাবাস বাংলাদেশ' গানের সৃষ্টি ও নিষেধাজ্ঞার পেছনের গল্প

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে ২০০৫ সালের প্রথম টেস্ট জয় কেবল একটি খেলার মুহূর্ত ছিল না—এটি ছিল একটি জাতির উত্তরণ। সেই মাহেন্দ্রক্ষণে, যেটি একটি গানে পরিণত হয়ে উঠেছিল জাতীয় আবেগে, তার নাম "সাবাশ বাংলাদেশ"। কিন্তু এই গানের পেছনে রয়েছে একটি অজানা জন্মকথা, হঠাৎ জনপ্রিয়তা, আর পরবর্তী রাজনৈতিক বিতর্কে হারিয়ে যাওয়া এক ইতিহাস।

২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা পায়, তখনো জয়ের খোঁজে হাহাকার চলছিল। এই হতাশা ঘোচাতে এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে, বিসিবির ডেভেলপমেন্ট কমিটির তৎকালীন চেয়ারম্যান আরাফাত রহমান কোকো একটি থিম সং তৈরির পরিকল্পনা করেন।

এই গানের জন্য বেছে নেওয়া হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে। সে সময় তিনি কুমিল্লায় অসুস্থ ছিলেন, তবুও বিসিবির আহ্বানে সাড়া দিয়ে ঢাকায় এসে গানটি রেকর্ড করেন।

২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩৫তম টেস্টে আসে প্রথম জয়—২২৬ রানের বিশাল ব্যবধানে। এই বিজয়ের পরপরই, "সাবাশ বাংলাদেশ" গানটি রেডিও, টিভি, পত্রিকা—সবখানে বাজতে শুরু করে।

বাংলাদেশের ক্রিকেটের প্রথম সাফল্যের সঙ্গে এই গানটি যেন আবেগের প্রতীক হয়ে দাঁড়ায়। স্টেডিয়াম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে গানটি।

কিন্তু এই জাতীয় আবেগঘন গানও রাজনীতির শিকার হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গানটির প্রচারে নিষেধাজ্ঞা আসে।

তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নাকি আসিফ আকবরের রাজনৈতিক পরিচয়ের কারণে গানটির প্রচার বন্ধের নির্দেশ দেন। এর ফলে প্রায় ১৬ বছর ধরে গানটি বিটিভি ও বেতারে আর শোনা যায়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গানটির পুনরায় প্রচারের দাবিতে আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই বলেন,“এই গান শুনলেই মনে পড়ে বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সেই দিনগুলো।”

বিশেষ করে তরুণ প্রজন্ম ও পুরোনো ক্রিকেটপ্রেমীরা চান, "সাবাশ বাংলাদেশ" যেন আবার জাতীয় উত্সবে, জয়ে, এবং ক্রিকেট বিজয়ে নিয়মিত বাজে।

"সাবাশ বাংলাদেশ" কেবল একটি গান নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের প্রতীক, একটি জয়ের আর্তনাদ, এবং একটি প্রজন্মের স্বপ্নের অংশ। এটি প্রমাণ করে—একটি গান, একটি জয়, একটি জাতির আত্মপরিচয় কত গভীরভাবে গাঁথা হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে