ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

রাশেদ খানের মুখে সরাসরি অভিযুক্ত ইউনূসের উপদেষ্টারা

২০২৫ জুলাই ২৭ ১৩:১৬:৪২
রাশেদ খানের মুখে সরাসরি অভিযুক্ত ইউনূসের উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাড়িতে চাঁদা চাইতে গিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা। এরপর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। এই বিষয়ে এবার মুখ খুললেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে এক আলাপচারিতায় জানতে পারেন, উপদেষ্টাদের নির্দেশনায় জেলা পর্যায়ে ছাত্রপ্রতিনিধির মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পন্ন করা হয়। শুধু জেলা নয়, প্রতিটি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরেও এদের উপস্থিতি রয়েছে।

রাশেদ জানান, এই ছাত্রপ্রতিনিধিরা বদলি, নিয়োগ, প্রমোশনের মতো বিষয়ে হস্তক্ষেপ করে। এমনকি তিনি নিজেও এসব চাঁদাবাজির প্রমাণ পেয়েছেন। এক সরকারি কর্মকর্তা নাকি বলেছেন, “সমন্বয়করা আমাকে এনেছে, কেউ কিছু করতে পারবে না।”

তিনি আরও জানান, এক ছাত্রনেতা দাবি করেন, কয়েকজন সমন্বয়ক কোটি টাকার বেশি আয় করেছে। “গণ-অভ্যুত্থানের পর সমন্বয়কেরা ছিল মন্ত্রীর মর্যাদাসম্পন্ন। আমিও সহ-সমন্বয়ক পরিচয়ে গেলে একই আচরণ পেয়েছি,” বলেন রাশেদ।

রাশেদ পোস্টে আরও উল্লেখ করেন, ক্ষমতার অপব্যবহারে তরুণ নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে। তিনি বলেন, “এই পরিস্থিতির জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং কিছু এনজিও, সুশীল ও মানবাধিকার কর্মী।”

পোস্টের শেষে তিনি ৮ আগস্টকে “বিপ্লব বেহাত দিবস” ঘোষণা করে, ওই সময়ের নীতিনির্ধারকদের প্রতীকীভাবে দায়ী করে স্মরণ করার আহ্বান জানান।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে