ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

প্রকাশ পেল বিএনপির এক বছরের আয়-ব‌্যয়

২০২৫ জুলাই ২৭ ১২:৫৫:২৯
প্রকাশ পেল বিএনপির এক বছরের আয়-ব‌্যয়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। দলটির হিসাব অনুযায়ী, গত এক বছরে তাদের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। বর্তমানে ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে হিসাব জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ দল নির্বাচন কমিশনে যায়।

হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারাই এখন নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। সরকারকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। বিগত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবার কমিশনের উচিত নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

রিজভীর অভিযোগ, অতীতে আওয়ামী লীগ মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে ভোট কারচুপি করেছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করেছে।

গতকাল শনিবার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, বিএনপি রোববার তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেবে।

এর আগে ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। তিন বছর টানা হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি হলেও, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে