ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

উমামার স্ট্যাটাসে চাঁদাবাজির নাটকে বড় মোড়

২০২৫ জুলাই ২৭ ১০:৫৬:০৮
উমামার স্ট্যাটাসে চাঁদাবাজির নাটকে বড় মোড়

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি দাবি করেন, এই নেতাদের অনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস অনেক পুরনো এবং সংগঠনের ভেতরে বহুদিন ধরেই এমন কার্যকলাপ চলছিল।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাড়িতে চাঁদা দাবি করতে গেলে গুলশান থানা পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এরপর সংগঠন থেকে তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

শনিবার দিবাগত রাতে ফেসবুকে আটককৃত পাঁচ নেতার একটি ছবি শেয়ার করে উমামা ফাতেমা লেখেন,“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্বার্যান্বিত হওয়ার অভিনয় করছেন, যে আমার মনে হচ্ছে আমিই সবচেয়ে কম আশ্চর্য হয়েছি।”

তিনি বলেন, এই নেতারা দীর্ঘদিন ধরেই সংগঠনের ভেতরে প্রভাবশালী নেতাদের প্রটোকলদাতা হিসেবে কাজ করছিলেন।“সচিবালয় থেকে মিছিল-মিটিং, মারামারি—সব জায়গাতেই এদের দেখা যেত। অথচ সংগঠনের ভেতরেই এদের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও অনৈতিক আচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল।”

তিনি উল্লেখ করেন, আটককৃতদের একজন, রিয়াদ নামের এক ছাত্রনেতা গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে তাঁর (উমামার) সঙ্গে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিলেন। তখনই তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান, কিন্তু সংগঠনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

“এসব ছেলেরা রূপায়নে অবাধে যাতায়াত করত। কারো দুর্নীতি বা অসততার অভিযোগ তুললে তার জবাবে থাকত পিনড্রপ সাইলেন্স।"— লেখেন উমামা।

উমামা আরও বলেন,“আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা আসলেই হাস্যকর। এটা তাদের প্রথমবার ধরা পড়া মাত্র। ঠিকমতো খোঁজ নিলে দেখা যাবে, এদের শেকড় অনেক গভীরে।”

তিনি অভিযোগ করেন, সংগঠনের অভ্যন্তরে জবাবদিহিতা না থাকায় এসব ব্যক্তিরা দিনের পর দিন অনৈতিক কাজ করে গেছেন এবং কেউ কিছু বললে তা উপেক্ষিত হয়েছে।

প্রসঙ্গত, গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কিছুদিন আগেও নানা সামাজিক ইস্যুতে সোচ্চার থাকলেও, সাম্প্রতিক ঘটনাগুলো সংগঠনের ভাবমূর্তিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে