ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

রাজধানীর ২ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৫ জুলাই ২৭ ১৩:২১:৩৮
রাজধানীর ২ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সুনামধন্য ২ শিক্ষাপ্রতিষ্ঠান, হলিক্রস ও সেন্ট যোসেফ এর একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) কলেজগুলোর ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুইটি কলেজেই ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ বিভিন্ন যোগ্যতার শর্ত জানানো হয়েছে।

হলি ক্রসে আগামী ৩০ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (রোববার) রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় ২৭০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবে।

এই প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী ৮ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগস্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেন্ট যোসেফ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অথবা এই লিংকে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে