ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

নির্বাচনের পদ্ধতি নিয়ে আভাস দিলেন সিইসি

২০২৫ জুলাই ২৬ ১৯:৪৪:৪৩
নির্বাচনের পদ্ধতি নিয়ে আভাস দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন জেলায় बैठक করছে কমিশন। এই প্রস্তুতির মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী নির্বাচন আয়োজনে তাদের সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করা।

শনিবার খুলনা অঞ্চলের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সিইসি এ এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তির অপব্যবহারকে একটি মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, "সোশ্যাল মিডিয়া এখন ফ্রিস্টাইলে চলছে। একজন ফেসবুকে অপতথ্য দিলে, তা যাচাই-বাছাই না করেই হাজার হাজার মানুষ শেয়ার করে দেয়, এতে লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়।"

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে 'অস্ত্রের চেয়েও মারাত্মক' আখ্যা দিয়ে সিইসি বলেন, "এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য হুবহু নকল করে মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপের একটি দেশে নির্বাচন বন্ধ করে দিতে হয়েছিল। এই চ্যালেঞ্জ নিয়েই নির্বাচন কমিশন কাজ করছে।"

নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর বিষয়ে সিইসি জানান, এটি করতে হলে দেশের সংবিধান ও আইনে পরিবর্তন আনতে হবে। আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত বর্তমান পদ্ধতিতেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, "দেশের স্বার্থেই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আঁধারে আর নির্বাচন হবে না।" একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অব্যাহত রেখেছে, যেখানে নির্বাচনী পদ্ধতিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে