ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

১৮ জুলাই দেশের সব মোবাইল গ্রাহকের জন্য বিশাল চমক

২০২৫ জুলাই ১৮ ০৯:৫৩:৩৩
১৮ জুলাই দেশের সব মোবাইল গ্রাহকের জন্য বিশাল চমক

নিজস্ব প্রতিবেদক : ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই দিন দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ১ জিবি ফ্রি ইন্টারনেট, যা ব্যবহার করা যাবে ৫ দিনের জন্য।

এই উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে, জনস্বার্থে ফ্রি ইন্টারনেট সুবিধা দিতে। বিটিআরসি ইতোমধ্যে সব মোবাইল অপারেটরকে নির্দেশনা দিয়েছে ফ্রি ডেটা সরবরাহের জন্য।

আপনার অপারেটর অনুযায়ী নিচের কোড ডায়াল করুন:

গ্রামীণফোন: *121*1807#

রবি: *4*1807#

বাংলালিংক: *121*1807#

টেলিটক: *111*1807#

ডায়াল করলেই পেয়ে যাবেন ৫ দিন মেয়াদি ১ জিবি ডেটা!

একটি মোবাইল নম্বর থেকে একবারই ফ্রি ডেটা পাওয়া যাবে। অফারটি শুধু ১৮ জুলাই-এর মধ্যে গ্রহণ করতে হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে