ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে পুলিশের নতুন প্রতিবেদন প্রকাশ

২০২৫ জুলাই ১৭ ১৮:২৭:১৪
গোপালগঞ্জে পুলিশের নতুন প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে পুলিশ রিপোর্টটি প্রকাশিত হয়।

প্রতিবেদনে মোট ১১টি পয়েন্টে গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবরণ দেওয়া হয়েছে। পুলিশের বর্ণনায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ১৬ জুলাই গোপালগঞ্জে একটি জনসমাবেশের আয়োজন করা হয়।

তবে সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত কিছু সন্ত্রাসী গোষ্ঠী গোপালগঞ্জ সদর থানার উলপুর এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সঙ্গে, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকরা সড়ক অবরোধ করে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

দুপুরে জাতীয় নাগরিক পার্টির মঞ্চে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল ককটেল বিস্ফোরণ এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ফলে ব্যাপক ভাঙচুর হয় এবং সংঘর্ষে চারজন নিহত হন। প্রায় ৪৫ জন পুলিশ সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হয়।

সেনাবাহিনী ও পুলিশ মিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এনসিপির নেতৃবৃন্দকে নিরাপদ স্থানে সরিয়ে দেন। রাতে নিহতদের মরদেহ জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে গোপালগঞ্জে ১৫০৭ জন পুলিশ সদস্যসহ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে