ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

সেই ইংলিশ মিডিয়ামের সন্তানের কাছে হার মানলেন বাবা-মা 

২০২৫ জুলাই ১৫ ১৮:৪০:৩৬
সেই ইংলিশ মিডিয়ামের সন্তানের কাছে হার মানলেন বাবা-মা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সিএমএম আদালতে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করে দেশজুড়ে আলোচনায় আসেন তরুণী মেহরিন আহমেদ। ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০’ এর আওতায় দায়ের করা মামলায় তিনি আদালতের কাছে নিজের পিতা-মাতার কাছ থেকেই সুরক্ষা চেয়েছিলেন।

ঘটনাটি সমাজজুড়ে বিস্ময়ের সৃষ্টি করে। জন্মদাতা বাবা-মায়ের বিরুদ্ধে এমন মামলা শুধু বিরলই নয়, তা আঘাত করে বাঙালি সমাজের চিরায়ত পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে।

ঘটনার প্রায় এক মাস পর নতুন মোড় নেয় এই মামলার। মঙ্গলবার মেহরিনের আইনজীবী এক সংবাদ সম্মেলনে জানান, মেয়ের কাছে হার মেনে এখন মধ্যস্থতার পথেই ফিরতে চাইছেন তার মা।

তিনি বলেন, “মেহরিন একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু বাবা-মা উভয়েই কর্মজীবী হওয়ায় তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। প্রায় পাঁচ-ছয় বছর ধরে পারস্পরিক সম্পর্ক বলতে কিছুই ছিল না। যদিও তারা একই বাড়িতে বসবাস করছিলেন।”

মেহরিনের মা চিঠির মাধ্যমে কনসিলিয়েশন বা কাউন্সেলিংয়ের অনুরোধ জানিয়েছেন এবং এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করেছেন বলে জানান আইনজীবী।

অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা পারিবারিক বন্ধনের অবক্ষয়ের এক প্রতীক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ সমাজবিজ্ঞানী ড. তৌহিদুল হক বলেন,“এমন ঘটনা এখনো বিরল হলেও সমাজে পারিবারিক সম্পর্কের ভাঙনের বাস্তব চিত্র এটি। মেহরিনের মতো ঘটনা হয়তো আরও অনেক পরিবারে ভিন্ন ভিন্ন রূপে ঘটছে।”

তিনি আরও বলেন,“সন্তানরা যেই মাধ্যমেই শিক্ষা পাক না কেন, সমাজের নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার ও মূল্যবোধের চর্চায় অভ্যস্ত করে তুলতে হবে। এটা পরিবারের দায়িত্ব।”

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের এক নাগরিক রাফায়েল স্যামুয়েল অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগে মা-বাবার বিরুদ্ধে মামলা করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে বাংলাদেশে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে