ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

উত্তরাধিকার আইনে পালিত সন্তানের জন্য সতর্কবার্তা

২০২৫ জুলাই ১৫ ১৫:৪৫:২১
উত্তরাধিকার আইনে পালিত সন্তানের জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: বছরের পর বছর সন্তানের মতোই লালন-পালন। ভালোবাসা, শিক্ষা, সুযোগ—সবই দেওয়া হয়। অথচ মৃত্যুর পর অনেক পালিত সন্তানই সম্পত্তির কোনো অংশ পান না। এ থেকেই বারবার উঠে আসে প্রশ্ন—পালিত সন্তান কি আইনত পালক পিতা-মাতার সম্পত্তির ভাগ পেতে পারেন?

ইসলামী উত্তরাধিকার আইনে পালিত সন্তান (যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই) সাধারণভাবে সম্পত্তির কোনো অংশের উত্তরাধিকারী হন না। মৃত্যুর পর একজন মুসলমানের সম্পত্তি শুধুমাত্র তার জৈবিক উত্তরাধিকারীদের মাঝে বণ্টিত হয়—যেমন সন্তান, স্ত্রী/স্বামী, পিতা-মাতা ইত্যাদি।

অতএব, শরিয়াহ অনুযায়ী পালিত সন্তান কোনো স্বাভাবিক বা বাধ্যতামূলক উত্তরাধিকার পান না।

ইসলাম এই বিষয়ে একটি বিকল্প ব্যবস্থা রেখেছে। কেউ চাইলে জীবিত অবস্থায় দানপত্র (হিবা) অথবা মৃত্যুর পরে কার্যকর হবে এমন উইলের মাধ্যমে তার সম্পত্তির সর্বোচ্চ এক-তৃতীয়াংশ পর্যন্ত অংশ পালিত সন্তানের নামে দিয়ে যেতে পারেন।

তবে উইলের ক্ষেত্রে শর্ত হলো: যদি উইলটি আইনগতভাবে বৈধ হয় এবং অন্যান্য উত্তরাধিকারীরা তাতে আপত্তি না জানান, তবেই তা কার্যকর হবে। আর এতে মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি বরাদ্দ করা যাবে না।

আইনজ্ঞ ও আলেমদের মতে, কেউ যদি সত্যিই তার পালিত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তবে জীবিত অবস্থাতেই দানপত্র বা উইলের মাধ্যমে তা নিশ্চিত করা উচিত। শুধু আবেগ বা বিশ্বাসের উপর ভরসা না রেখে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়াই নিরাপদ।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে