ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

প্রেস সচিবের অকপট স্বীকারোক্তি

২০২৫ জুলাই ১৫ ১২:৪২:৫১
প্রেস সচিবের অকপট স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খুব দ্রুতই নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতাও ফিরেছে। আমরা এখন নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত ধাপে রয়েছি।”

প্রেস সচিব জানান, “অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ক্ষেত্রেই আমরা সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছি। অনেকেই ভাবেন সংস্কার মানে দুই-তিনটি বৈঠক করলেই শেষ, কিন্তু বাস্তবে রাজনৈতিক সংস্কার সময়সাপেক্ষ এবং জটিল একটি প্রক্রিয়া। উদাহরণস্বরূপ, নেপালে একটি সংবিধান করতে ৮ বছরের বেশি সময় লেগেছে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য, আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব হস্তান্তর করা। সেই সরকারের জন্য আমরা একটি আরও ভালো বাংলাদেশ রেখে যেতে চাই।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, “আইনশৃঙ্খলা আরও উন্নত হলে ভালো হতো। তবে ইতোমধ্যে অনেক অপরাধ দ্রুত গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ার আওতায় আসছে। আগেই এসব ঘটনা প্রতিরোধ করা গেলে আরও ভালো হতো। সেই লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা একটি বিপ্লবোত্তর দেশে কাজ করছি, যেখানে সব রাজনৈতিক দলের সম্মিলিত সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। দলগুলো যখন পূর্ণ সমর্থন দেয়, তখনই আমরা কার্যকরভাবে কাজ করতে পারি।”

পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, “গত কয়েক বছর ধরে পুলিশের আত্মবিশ্বাস প্রায় শূন্য ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি। ঢাকায় থাকা ৩৫ হাজার পুলিশের মধ্যে ৩২ হাজারকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। অবশিষ্টদের বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “শেখ হাসিনার আমলে ১ লাখ ২০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের অনেকে ছাত্রলীগপন্থী ছিল। ফলে অনেক কাঙ্ক্ষিত পরিবর্তন তখন হয়নি। এখন আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে