ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

শিক্ষকদের পদবি বদল, স্কুলে বড় রদবদল

২০২৫ জুলাই ১৫ ১২:৫২:৩২
শিক্ষকদের পদবি বদল, স্কুলে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদটি বিলুপ্ত করা হচ্ছে। এখন থেকে শিক্ষক হিসেবে এন্ট্রি পদটি শুধুই ‘শিক্ষক’ নামে পরিচিত হবে, ‘সহকারী’ শব্দটি আর ব্যবহৃত হবে না। একইসঙ্গে আরও চারটি পদের নামেও পরিবর্তন আনা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সরকারি প্রাথমিক শিক্ষক একটি নতুন পরিচয়ে যুক্ত হতে যাচ্ছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফ। জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের ভিত্তিতেই এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপারিশ অনুযায়ী, ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদের নতুন নাম হবে ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’। একইভাবে, ‘অর্থ কর্মকর্তা’ পদ এখন থেকে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’ হিসেবে পরিচিত হবে।

এছাড়া ‘সহকারী মনিটরিং অফিসার’ নাম বদলে হবে ‘প্রশাসনিক কর্মকর্তা’ এবং ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’। বর্তমানে এই পদটি দেশে মোট ৩৩৫টি রয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘সহকারী শিক্ষক’ পদে, যা এখন থেকে শুধু ‘শিক্ষক’ নামে ডাকা হবে। এই পরিবর্তন সারা দেশে ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো—পদগুলোকে আরও আধুনিক, সহজবোধ্য এবং দায়িত্ব অনুযায়ী উপযুক্ত রূপ দেওয়া। এতে করে মাঠপর্যায়ে কর্মকর্তাদের ভূমিকা ও অবদান আরও সঠিকভাবে প্রতিফলিত হবে, এবং প্রশাসনিক কাঠামো হবে আরও সুসংগঠিত ও বাস্তবসম্মত।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে