ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

নাম না থাকলেও পাশ, শূন্য পেলেও উত্তীর্ণ!

২০২৫ জুলাই ১৬ ০৬:০০:১৪
নাম না থাকলেও পাশ, শূন্য পেলেও উত্তীর্ণ!

নিজস্ব প্রতিবেদক: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় নাম না থাকলেও পাশ, এমনকি শূন্য নম্বর পেয়েও উত্তীর্ণ দেখিয়ে লাইসেন্স প্রদানের চাঞ্চল্যকর সত্যতা উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ জুলাই) গাজীপুর বিআরটিএ কার্যালয়ে হঠাৎ ছদ্মবেশে পরিচালিত দিনব্যাপী এক অভিযানে এসব ভয়াবহ অনিয়ম ধরা পড়ে। দুদকের এই আকস্মিক পদক্ষেপে জননিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া সম্ভব নয়—এমন একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশে এই অভিযান চালানো হয়। অভিযানকালে দুদক দল দেখতে পায়, ড্রাইভিং পরীক্ষার খাতায় কোনো প্রার্থীর নামই নেই, অথচ তাকে পাশ দেখানো হয়েছে। আরও বিস্ময়কর হলো, কেউ কেউ লিখিত পরীক্ষায় শূন্য (০) নম্বর পেয়েও উত্তীর্ণ হয়েছেন এবং ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন।

নিয়ম অনুযায়ী, ২০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশের জন্য অন্তত ১২ নম্বর পেতে হয়। কিন্তু দুদকের অভিযানে দেখা গেছে, অনেক পরীক্ষার্থী সেই মানদণ্ডে না পৌঁছালেও অসাধু কর্মকর্তা, কর্মচারী ও দালালদের সহায়তায় তারা অনায়াসে পাশ করেছেন এবং লাইসেন্স হাতে পেয়েছেন।

এনামুল হক এই পরিস্থিতিকে 'শুধুমাত্র অনিয়ম নয়, জননিরাপত্তা নিয়ে খেলা' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, "অদক্ষ চালকদের রাস্তায় নামার সুযোগ তৈরি হচ্ছে, যা প্রতিদিন সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।" দুদকের এই অভিযানে লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে অন্তত ছয় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এনামুল হক আরও জানান, "আমরা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেছি এবং কিছু ফটোকপি পরে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। সব তথ্য যাচাই করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, বিআরটিএ গাজীপুর অফিসের কিছু অদক্ষ ও অনিয়মে জড়িত কর্মচারীর বিষয়ে আমরা এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দুদকের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে